জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট চট্টগ্রাম বিভাগের ৪ টি জেলার(চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগরাছড়ি এবং ফেনী) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল এবং শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে বিভাগীয় কমিশনার-এর কার্যালয়, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব, সমন্বয় উইং, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খালেদ হাসান, যুগ্মসচিব, সিভিল রেজিস্ট্রেশন ও সামাজিক নিরাপত্তা অধিশাখা শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোঃ তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।