প্রকাশ তারিখ : 02-11-2023

Events

জনাব মোঃ মাহবুব হোসেন, মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সভাপতিত্বে Support to the CMC’s Policy Guidance on Child Component of the NSSS’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের Project Steering Committee (PSC)-এর ৪র্থ সভা ০২ নভেম্বর ২০২৩ খ্রি: সকাল ১১:০০ ঘটিকায় মন্ত্রিসভা কক্ষ (কক্ষ নং-৩০৪, ভবন নং-০১), বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সরকারের ১৫টি মন্ত্রণালয়/বিভাগ বিভিন্ন ভাবে শিশুকেন্দ্রিক তথা শিশু-সংবেদনশীল সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট। মন্ত্রিপরিষদ বিভাগ এ কার্যক্রম সমন্বয় করে থাকে এবং উক্ত সমন্বয় কাজে এ প্রকল্প কারিগরি সহযোগিতা প্রদান করে। এ প্রকল্প বাংলাদেশের মা ও শিশুর সামাজিক নিরাপত্তা সম্পর্কিত বিদ্যমান সরকারি আইন ও বিধি, নীতি, কৌশল এবং কর্মপরিকল্পনা ইত্যাদি পর্যালোচনা এবং এ বিষয়ে গবেষণালব্ধ তথ্য ও উপাত্ত মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সভাপতিত্বে গঠিত Central Management Committee (CMC)-কে সরবরাহের মাধ্যমে দেশের শিশুকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সংস্কারে সহযোগিতা করছে।

1
2
3
image
image
image